BY- Aajtak Bangla

দিনে দিনে অবাধ্য হচ্ছে সন্তান? মানুন প্রেমানন্দ মহারাজের টিপস

4 JUNE 2025

প্রেমানন্দ বাবা ভক্ত মহলে দারুণ জনপ্রিয়। তাঁর বাণী অনেকেই মেনে চলেন।

সন্তান কথা না শুনলে কী করবেন? কীভাবে দেখাবেন সঠিক রাস্তা। সে ব্যাপারেই মা-বাবাদের টিপস দিয়েছেন প্রেমানন্দ মহারাজ।

এই ছয় টিপস মেনে চললে আপনার সন্তান জীবনে সফল হবেই। এমনটাই মত তাঁর।

এই ছয় টিপস মেনে চললে আপনার সন্তান জীবনে সফল হবেই। এমনটাই মত তাঁর।

ভক্তের কথা শুনে প্রেমানন্দ মহারাজ বললেন, 'গার্হস্থ্য জীবনে সন্তানদের উপর মাঝে মাঝে রাগের নাটক করা জরুরি কারণ এমনটা না করলে তারা ভুল পথেও যেতে পারে।' .

প্রেমানন্দ মহারাজ বললেন, 'সন্তানদের উপর রাগ অবশ্যই করুন কিন্তু এমন ক্ষেত্রে বেশি মারধর করা ঠিক নয়। এতে সন্তানরা আপনার বিরুদ্ধে যেতে পারে এবং পরিবার ভেঙে যেতে পারে।' . .

প্রেমানন্দ মহারাজ বললেন, 'শুধু ভয় দেখালেই সন্তান আপনার কথা শুনবে, যদি আপনি প্রতিদিন তাকে মারধর করেন তাহলে তার মন থেকে আপনার ভয় চলে যাবে। এমন পরিস্থিতি আপনার জন্য ঠিক হবে না।'. .

প্রেমানন্দ মহারাজ বললেন, 'মা-বাবাই সন্তানের প্রথম গুরু এবং তাদের সঠিক পথ দেখানোও তাদেরই কাজ কিন্তু এর জন্য মারধরের সাহায্য নেন না।'

প্রেমানন্দ মহারাজ বললেন, 'ঈশ্বর আপনাকে যে সন্তান দিয়েছেন, তাকে ভালোবাসুন, বন্ধুর মতো ব্যবহার করুন এবং সময় আসলে রাগও করুন। তবে মারধর করা সমাধান নয়।'