19 JUNE, 2024
BY- Aajtak Bangla
সব প্রেম যে পরিণতি পায় এমনটা নয়। কোনও প্রেম বিয়ে পর্যন্ত গড়ায়, আবার কোনওটা ব্রেক আপ হয়ে যায়।
এখনকার দিনে সবাই যে বিয়ে করার জন্য প্রেম করেন এমনটাও নয়। ছেলে-মেয়ে উভয় ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য।
তবে যদি কোনও মেয়ে তাঁর লাভারকে বিয়ে করতে চান তাহলে তিনি বেশ কয়েকটা ইঙ্গিত দেন। সেগুলো কী কী? আসুন জেনে নিই।
মেয়েরা প্রথমেই তাহলে পার্টনারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চান। কত ইনকাম করেন, কীভাবে ভবিষ্যৎ চলবে, বেড়াতে যাওয়ার পরিকল্পনা আছে কি না ইত্যাদি। বারবার এগুলো জিজ্ঞেস করতে থাকেন।
কোনও মেয়ে বিয়ে করতে চাইলে পার্টনারের কাছে তাঁর পরিবার-পরিজন সম্পর্কে জিজ্ঞাসা করে থাকে। মা-বাবা নিয়ে ছেলেটির কী মনোভাব, এসব জানতে চান।
পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের সঙ্গে পরিচিত করানোও একটা বড় পদক্ষেপ। কোনও মেয়ে বিয়ে করতে চাইলে এগুলো আগে করে থাকে।
কথাবার্তা ও বডি ল্যাঙ্গুয়েজেও বিয়ের ইঙ্গিত দেয় মেয়েরা। 'তোমার সঙ্গে থাকতে চাই' এই ধরনের কথা বলেন তিনি।
বিয়ে করতে চাইলে কোনও কোনও মেয়ে উপহার দেওয়ার সংখ্যা বাড়িয়ে দেয়। ছেলেটি যেগুলো ভালোবাসে বা পছন্দ করে সেগুলো কিনে দেন।
কোনও কোনও মেয়ে আবার সরাসরি বিয়ের ইচ্ছের কথাও বলে দেয়। তবে সবাই সেটা পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেদের ইঙ্গিত বুঝে প্রস্তাব দিতে হয়।