9th November, 2024
BY- Aajtak Bangla
সন্তানরা একটু বড় হলেই মা-বাবাদের প্রধান চিন্তা থাকে তাদের পড়াশোনা নিয়ে।
পড়তে বসলেও সন্তান আপনার পড়া মুখস্থ রাখতে পারছে না। এসব কারণে আমরা অনেক সময় বাচ্চাদের বকাঝকা করি।
তবে যদি কিছু টিপস মেনে চলেন তাহলে আপনার সন্তান গড়গড় করে সব পড়া বলবে।
শিশুকে যা পড়াচ্ছেন তা কিছুর সঙ্গে যুক্ত করুন। উদাহরণ দিয়ে বোঝাতে পারেন। আবার দৈনন্দিন কোনো কিছুর সঙ্গে মিলিয়ে বোঝাতে পারেন। এটি দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে সহায়তা করবে।
সন্তানদের এটা বোঝান যে পড়াশোনাটা উপভোগ করার জিনিস। নতুন নতুন জ্ঞান, তথ্য জানার জন্য পড়াশোনা করার দরকার। আগ্রহ পাবে সন্তানেরা।
আপনার বাচ্চার পড়া শেষ হলে তাকে নিজ ভাষায় তা প্রকাশ করতে বলুন। এক্ষেত্রে মৌখিক ও লিখিত দুইভাবে উপস্থাপন করতে বলুন।
পড়া মনে রাখার এটি সবচেয়ে মৌলিক টিপস। আপনার শিশুর বইতে গুরুত্বপূর্ণ লাইনগুলো মার্ক করে রাখুন। এতে বই খোলার সঙ্গে সঙ্গে বাচ্চার চোখ ওই লাইনগুলোতে পড়বে। বাচ্চাদের মনে রাখা সহজ হবে।
রঙিন নোটবুক ও পেনের সাহায্যে পড়া লিখে ও এঁকে বোঝাতে পারেন। এতে সন্তান পড়াটা মনে রাখবে। কারণ বাচ্চাদের রঙিন জিনিষের প্রতি আগ্রহ থাকে।
একটানা সন্তানদের পড়াবেন না। মাঝে মাঝে ব্রেক দিন। পড়ার ফাঁকে তাদের সঙ্গে খেলুন অথবা গল্প করুন।