দিনরাত AC চালিয়েও কম আসবে বিদ্যুৎ বিল, জানুন কীভাবে

02 June, 2023

তাপ আর তাপমাত্রা যত বাড়ছে, এসির প্রয়োজনীয়তাও ততই বাড়ছে। কিন্তু অতিরিক্ত এসি ব্যবহারে বেশি বিদ্যুতের বিল নিয়ে টেনশন করেন অনেকেই।

তবে গরমে এসি চালিয়েও কম বিদ্যুতের বিল পেতে পারেন। তার উপায় জানা আছে কি? চলুন এমন ৬টা কৌশল জেনে নিন যার সাহায্যে দিনরাত এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে।

আপনার এসি সঠিক ডিফল্ট তাপমাত্রায় সেট করুন। দেখা গেছে, প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রায় ৬ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হয়।

আপনি যদি ডিফল্ট তাপমাত্রায় (২৪ ডিগ্রি) এসি চালু রাখেন তবে আপনি ২৪ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন।

আপনাকে আপনার এসির তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ২৩-২৪ ডিগ্রিতে রাখতে হবে। এতে আপনার বিদ্যুতের খরচও নিয়ন্ত্রণে থাকবে।

যখন এয়ার-কন্ডিশনার চালাবেন, তখন অবশ্যই ওই ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে হবে। তাতে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে। বিদ্যুতের খরচও নিয়ন্ত্রণে থাকবে।

এসি ব্যবহারের সময় ওই ঘরের টিভি, ফ্রিজ, কম্পিউটারের মতো বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার এড়িয়ে চলুন। কারণ, এই যন্ত্রপাতিগুলি প্রচুর তাপ উৎপন্ন করে।

এসি চলাকালীন সিলিং ফ্যান চালু রাখতে হবে। সিলিং ফ্যান চললে ঘরের সব কোণে শীতল বাতাস চলাচল করে। যার কারণে আপনাকে এসির তাপমাত্রা কমাতে হবে না।

এসির ফিল্টারের নোংরা ঝেড়ে বা একটি নতুন ফিল্টার ইনস্টল করে নিলে AC-এর শক্তির খরচ প্রায় ১৫ শতাংশ কমে যাবে। ফলে কমবে বিদ্যুতের বিলও।