BY- Aajtak Bangla
08 February, 2025
মহিলারা ঠিক কী পছন্দ করেন, তা একটু মনযোগ দিয়ে পর্যবেক্ষণ করলেই বোঝা সম্ভব।
এই প্রতিবেদনে রইল এমন ৮টি গুণ। পুরুষদের এই বৈশিষ্ট্যগুলি মহিলাদের কাছে দারুণ আকর্ষণীয়।
হবির প্রতি ভালবাসা: কোনও হবি, শখ নিয়ে থাকেন, এমন পুরুষদের প্রতি মহিলারা বেশি আকৃষ্ট হন।
ফিটফাট থাকা: পরিচ্ছন্ন, সুন্দর ফিটেড পোশাক পরিহিত পুরুষদের পছন্দ করেন মহিলারা।
চুল-দাড়ি সাফ রাখা: নিয়মিত হেয়ারকাট দিন। দাড়ি থাকা পুরুষদের প্রতি বেশিরভাগ মহিলারা বেশ দুর্বল হন। তবে দাড়ি থাকলেও তা যেন সুন্দর করে ট্রিম করা হয়।
মেদহীন শরীর: জিম করা, বাইসেপ থাকা চেহারা হতে হবে, এমন কোনও মানে নেই। কিন্তু শরীর যেন ছিপছিপে হয়। ভুঁড়ি থাকলে সেটা মহিলারা পছন্দ করেন না।
রান্নাবান্না জানা: রান্না করা যে শুধু মহিলাদের কাজ, সেই ধারণা এখন অতীত। এখন রান্না করা পুরুষ মানেই তিনি বেশ আকর্ষণীয়।
সবার সঙ্গে ভাল ব্যবহার করা: রেস্তোরাঁর ওয়েটার থেকে শুরু করে উবের চালক, সকলের সঙ্গে সম্মান দিয়ে কথা বলা উচিত্।
কথা শুনুন মন দিয়ে: মহিলারা যখন নিজের বিষয়ে কোনও কথা বলছেন, সেটি মন দিয়ে শুনুন। এমন পুরুষদের মহিলারা অত্যন্ত পছন্দ করেন।