BY- Aajtak Bangla
02 JULY, 2024
বেশি যত্নের প্রয়োজন নেই। পর্যাপ্ত রোদ ও বর্ষার জল পেলেই ফুলে ভরে যাবে। এমনই ৭টি গাছের বিষয়ে আজ জানতে পারবেন।
বর্ষায় ফুলে ভরে যাবে এই ৭টি গাছ। রোজের পুজোর ফুল হোক বা বাগান সাজানো, আপনার সব প্রয়োজনই মিটবে।
রঙ্গন- রোদ। ভাল মাটি। তাহলেই ফুলে ভরে যাবে। বিভিন্ন রঙের অপশনও পাবেন। বর্ষার জল পেলে দারুণ ফুল হবে।
অ্যালামুন্ডা/অলকানন্দা- লতানে গাছ চাইলে এটি করতে পারেন। বারান্দার রেলিং বা পাঁচিলের গা বেয়ে করুন। খালি লক্ষ্য রাখবেন যাতে পর্যাপ্ত রোদ পায় এবং গোড়ায় জল না বসে।
জবা- বাড়িতে আর কোনও গাছ করুন না করুন, জবা অবশ্যই করুন। বর্ষায় ভাল ফুল পাবেন।
হেলিকোনিয়া- বাগানের মধ্যমণি হিসাবে কোনও গাছ চাইলে এটি করুন। টবে-মাটিতে দু'ভাবেই হবে। বর্ষায় দারুণ ফুল হবে। মাঝারি রোদে রাখবেন।
দোপাটি- এই গাছটি করলে আর সারা বর্ষা পুজোর ফুল নিয়ে চিন্তা করতে হবে না। রোদ, বৃষ্টির জল আর অল্প সার পেলেই ফুলে ভরে যাবে।
বেলফুল- অত্যন্ত সুগন্ধী এই ফুল। বর্ষায় বেশি হয়। তবে গোড়ায় যেন জল না বসে।
কামিনী- এই ফুলটিও বর্ষাকালের। মাঝারি রোদে রাখবেন। অল্প সার দেবেন। সুগন্ধী ফুলে ভরিয়ে দেবে। আর না, কামিনী ফুলের গন্ধে সাপ আসে না। এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটি কুসংস্কার।
রেইন লিলি- নামের সঙ্গেই বৃষ্টি জড়িয়ে। কালো জিরের মতো বীজ হয়। বর্ষার মুখে মাটিতে ছড়িয়ে দিলেই ঘাসের মতো গাছ হবে। খুব সুন্দর ফুল হয়।