BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
26 October, 2024
ভুঁড়ি কমানোর জন্য় অনেকে খাওয়াই ছেড়ে দেন। এতে কিন্তু বিপরীত প্রভাব পড়তে পারে।
ওজন কমানোর জন্য উপোস করলে চলবে না। বরং খাদ্যাভাসে কিছু পরিবর্তন আনতে হবে
ফ্যাট কমানোর চেষ্টা করলে, পাতে নির্দিষ্ট কিছু খাবার রাখতে পারেন। এগুলি সরাসরি ওজন কমাবে না। তবে সেই প্রক্রিয়ায় সাহায্য করবে।
৭. শাক: বিভিন্ন মরসুমে বাংলায় নানা শাক হয়। সেগুলি খান। শাক ফাইবারে ভরপুর। ভিটামিন, খনিজ উপাদানেও ভরপুর।
৬. সবজি: শাকের মতোই বিভিন্ন মরসুমি সবজি খান। তবে সবজি অতিরিক্ত সেদ্ধ করবেন না। এতে পুষ্টিগুণ নষ্ট হয়।
৫. ছোট মাছ: মৌরলা, বাটা, কাঁচকির মতো ছোট মাছে ফ্যাট কম। অন্য়দিকে ভিটামিন, খনিজ উপাদান ও প্রোটিন ভরপুর।
৪. চিকেন: ওজন কমাতে চাইলে মাটনের তুলনায় চিকেন খাওয়াই শ্রেয়। প্রোটিনে ভরপুর।
৩. উপকারি ফ্যাট: ওজন কমাচ্ছেন বলে ফ্যাট সম্পূর্ণ বাদ দেবেন না। কাঁচা আমন্ড, আখরোট, চিনে বাদাম, ঘি, অলিভ অয়েল খান। তবে সীমিত পরিমাণে।
২. ফার্মেন্টেড খাবার: টক দই, পান্তার মতো ফার্মেন্টেড খাবারে উপকারি ব্যাকটেরিয়া থাকে। গবেষণা বলছে, এটি ওজন কমানোয় সহায়ক হতে পারে।
১. আটা: ময়দা, ভাতের বদলে আটার রুটি খান। এটি ফাইবারে ভরপুর। পেট অনেকটা সময় ধরে ভর্তি থাকবে।