26 August,, 2023

BY- Aajtak Bangla

এই ৭ অভ্যাসেই কম বয়সে বাবা হওয়ার ক্ষমতা হারাচ্ছে পুরুষরা

ভালোবাসা এবং বিশ্বাসের সঙ্গে নারী-পুরুষের সম্পর্কে রোম্যান্সও জরুরি। ঘনিষ্ঠতা সম্পর্ককে শক্তিশালী করে।

এখন দম্পতিরা নানা সমস্যায় পড়ছেন। দাম্পত্যজীবন ভালো যাচ্ছে না। তার কারণ কয়েকটি বদভ্যাস। 

অত্যাধিক নুন- এতে রক্তচাপ বাড়ে। রাস্তার খাবার, প্রসেসড খাবারে বেশি নুন থাকে। রক্তপ্রবাহ ঠিক না থাকলে রোম্যান্সে ব্যাঘাত ঘটে। 

চিন্তা- অতিরিক্ত চিন্তাভাবনা প্রভাব ফেলে দাম্পত্য সুখে। অফিসের চাপ বাড়িতে আনবেন না। দরকারে ধ্যান করুন। 

কথা না বলা- পরস্পরের সঙ্গে কথা না বললেও দাম্পত্য জীবন সুখী হয় না। ক্রিয়ার আগে কথা বলা জরুরি। 

ওজন বৃদ্ধি- বর্ধিত ওজন কমানো দরকার। অতিরিক্ত ওজন পুরুষদের পুরুষত্বহীন করে। 

নেশাভান- ধূমপান ও মদ্যপান করলে রক্তের প্রবাহে বাধা ঘটে। পুরুষরা পুরুষত্ব হারান। 

খাওয়াদাওয়া- জাঙ্ক ফুড, তেলঝাল মশলাদার খাবারে রক্ত ​​​​প্রবাহ ধীর হয়। উদ্যম থাকে না। 

এর পরিবর্তে ফল, শাকসবজি এবং চিকেন-ডিম খান। এতে আপনি সুস্থ থাকবেন।

মুখে দুর্গন্ধ- প্রেমে বাধা হয়ে দাঁড়ায় মুখে দুর্গন্ধ। তাই নিয়মিত দাঁত মাজুন। মাউথ ফ্রেশনার ব্যবহার করুন।