BY- Aajtak Bangla

বাসে-ট্রেনে সিট পাবেনই, এই ৭ টেকনিক জেনে নিন

13 Feb, 2025

ভিড় বাসে বসার আসন পাওয়া যেন লটারিতে জেতার মতো! কিন্তু কিছু কৌশল থাকলে আপনিও আর দাঁড়িয়ে থাকার কষ্ট এড়াতে পারেন। আসুন, জেনে নেওয়া যাক ১০টি মাস্টারস্ট্র্যাটেজি

বাসস্ট্যান্ডের কোন জায়গা থেকে বাসে উঠলে সিট পাওয়ার সম্ভাবনা বেশি, সেটি খুঁজে বের করুন। সাধারণত, দরজার কাছের জায়গায় দাঁড়ালে বসার সুযোগ বেশি থাকে।

যদি সম্ভব হয়, বাসের প্রথম স্টপেজ থেকেই উঠুন। শুরুতেই বাসে উঠলে খালি সিট বেছে নেওয়ার সুযোগ পাবেন।

কোন যাত্রী কখন নামবেন, তা অনুমান করুন। অফিস টাইমে অনেকে নির্দিষ্ট জায়গায় নেমে যান, তাই সেই সিটগুলোর কাছাকাছি দাঁড়ান।

চোখ-কান খোলা রাখুন! কোনো যাত্রী ব্যাগ গোছাচ্ছেন, মোবাইল বা মানিব্যাগ বের করছেন—এর মানে তিনি নামতে চলেছেন। প্রস্তুত থাকুন!

একটি বাস বেশি ভিড় থাকলে সেটি ছেড়ে দিন এবং অপেক্ষা করুন একটু ফাঁকা বাসের জন্য। এতে বসার সম্ভাবনা বাড়বে।

কখনও কখনও একটু হাসিমুখে কথা বলে বা কারও জন্য সামান্য সাহায্য করেও সিট পাওয়া যায়। সদয় ব্যবহার অনেক সময় কাজ করে!

যদি লম্বা পথ যেতে হয়, তাহলে দ্রুত সিট না পেয়ে হতাশ হবেন না। ধৈর্য ধরে দাঁড়ান, কারণ ২-৩ স্টপেজ পরেই নিশ্চয়ই কোনো সিট খালি হবে!

যদি কোনোভাবেই সিট না পান, তবে হেডফোনে প্রিয় গান চালিয়ে দিন বা ই-বুক পড়তে শুরু করুন—যাতে দাঁড়িয়ে থাকার কষ্ট কম অনুভূত হয়!