BY- Aajtak Bangla
31st August, 2024
r
পশ্চিমবঙ্গের এমন অনেক জায়গাই রয়েছে, যেখানে অন্য রাজ্য থেকে আসা মানুষ ঘুরতে যান।
আবার এ রাজ্যের মানুষও বাংলার প্রচুর জায়গায় ঘুরতে যান। তবে এ রাজ্যের এমন ৭টি জায়গা রয়েছে, যেখানে ট্যুরিস্টদের যেতে নিষেধ করা হয়। জানুন সেগুলো কোন জায়গা।
উত্তরবঙ্গের কিছু প্রত্যন্ত জেলার গ্রাম আছে, যেখানে প্রায়ই ধস ও রাস্তা আটকানোর মতো ঘটনা ঘটে বর্ষার সময়ে।
শিলিগুড়িতে এমন কিছু জায়গা আছে যেটা ট্যুরিস্টদের জন্য বিপদ্দজনক। এইসব জায়গাতে বাস ও ট্রেনের যোগাযোগও নেই।
বাংলার অনেক রেড লাইট জেলাও রয়েছে, যেখানে অপরাধ, হেনস্থা ও নিরাপত্তা একেবারেই নেই বলে তা ট্যুরিস্টদের ঘোরার জন্য ঠিক নয়।
সুন্দরবনের কিছু ফাঁকা ও অসুরক্ষিত সি-বিচ রয়েছে, যেখানে বন্যপ্রাণীরা ঘুরে বেড়ায়।
বাংলাদেশ সীমান্তের কাছে থাকা মালদা, মূর্শিদাবাদে পাচার ও অন্য অপরাধ ঘটতে পারে।
কলকাতা সংলগ্ন তোপসিয়া ও ট্যাংরা এলাকায় প্রায়ই অপরাধ ও মাদক পাচারের মতো ঘটনা ঘটে, তাই এটাও নিরাপদ নয় টুরিস্টদের জন্য।
ঝাড়গ্রামের জঙ্গলমহল মাওবাদী অধ্যুষিত। তাই এই জায়গাতেও নিরাপদ নয় ট্যুরিস্টরা।