20 MARCH 2025
BY- Aajtak Bangla
জীবনে সফলতা কে না চায় বলুন তো। সকলেই পরিশ্রম করেন সফল হওয়ার জন্য।
জীবনে সফলতা কে না চায় বলুন তো। সকলেই পরিশ্রম করেন সফল হওয়ার জন্য।
তাহলে শিরডি সাইবাবাবার এই ৭ বাণী একেবারে আপনার জন্যই। সাইবাবা পথ দেখাবে।
বিশ্বাস ও ধৈর্য্য হারিও না। নিজের কাজ করে যাও।
তুমি আমার স্মরণে থাক, আমি তোমার পাশে থাকব।
ভালোবাসো সকলকে আর অন্যকে সাহায্য কর, এতে তোমার মানবিকতা বাড়বে।
সাইবাবা বলছেন, কেন ভয় পাচ্ছ আমি থাকতে, এগিয়ে যাও লক্ষ্যে।
নম্রতা এবং সরলতা হল মূল গুণাবলী। সাই বাবা তাঁর ভক্তদের সরল ও বিনয়ী হতে বলেছেন।
সাইবাবা বলছেন, যা তোমার তা তোমার কাছেই আসবে। ইশ্বরে বিশ্বাস রাখ।
সাইবাবার খুব জনপ্রিয় বাণী, সবকা মালিক এক হ্যয়। অর্থাৎ সবার ইশ্বর এক। তুমি চোখ বন্ধ করে তাঁকে বিশ্বাস করো।