29 AUG, 2023

BY- Aajtak Bangla

কয়েক মাসেই বাড়বে বাইসেপ, রইল ৮ টিপস

সারাক্ষণ তার কথাই ভাবছেন। কিছুতেই একে অপরের থেকে দূরে থাকতে পারেন না।

এমনটা হলে তা সত্যিকারের ভালবাসা না খালি আকর্ষণ? দেখুন কী বলছেন রিলেশনসিপ গুরুরা। 

এর জন্য নিজেকেই এই ৭টি প্রশ্ন করে দেখুন। তাহলেই জবাব পেয়ে যাবেন। 

প্রেমিক বা প্রেমিকার বাহ্যিক রূপটাই কি সবচেয়ে বেশি পছন্দ করেন? ভালভাবে ভেবে দেখুন। 

যখনই দেখা হয়, খালি পরস্পরের ঘনিষ্ঠ হয়ে পড়েন? কথাবার্তা কী হল তাই নিয়ে বেশি মাথা ঘামান না?

পরস্পরের মানসিক অবস্থা, আবেগ, স্বপ্ন নিয়ে কতটুকু ভাবেন? সেটা নিয়ে আলোচনা করেন?

দু'জনে যখন কথা বলেন, তা কি শুধুই উপর উপর, সাধারণ বিষয় নিয়ে? গভীর, আবেগপূর্ণ, মানসিক অবস্থা নিয়ে কি আদৌ আলোচনা হয়?

একসঙ্গে থাকলে ভবিষ্যতটা কেমন হবে তাই নিয়ে কল্পনা করেন? সম্পর্কের পরিণতির কথা ভাবেন?

যৌন আকর্ষণটাই কি সবসময়ে প্রাধান্য পায়?

নিজের লজ্জা, ভয়, স্পর্শকাতর বিষয়গুলি প্রিয় মানুষটিকেও বলতে গিয়ে পিছিয়ে আসেন? তাহলে কিন্তু চিন্তার বিষয়।