3 July, 2024

BY- Aajtak Bangla

রেজাল্ট খারাপ হলেও বুদ্ধিতে বৃহস্পতি সন্তান, বুঝুন এই ৯ লক্ষণেই

অনেক শিশু রেজাল্ট ভাল করে না। কিন্তু মাথা দুরন্ত। কীভাবে বুঝবেন ছেলের আইকিউ দারুণ? চিনুন ৭ লক্ষণে। 

শেখার ইচ্ছা- চারপাশের সব কিছু শিখতে চায় শিশু। তাহলে বুঝবেন আইকিউ বেশি। 

দ্রুত শেখা- যা শেখে মনে রাখে। দৈনন্দিন জিনিস মনে রাখে। সেগুলি প্রয়োগও করে। 

ভাষা শিক্ষা- অল্প বয়সেই ভাষা শিখে ফেললে। একাধিক ভাষা জানলে তো কথাই নেই। বুঝবেন ভাবনা প্রকাশ করতে পারে।

সৃজনশীল- নতুন কিছু করতে চায়। আঁকা, গান, বাজনা শিখতে চায়। নিজেদের মতো সমাধান খুঁজতে চায়। 

স্মৃতিশক্তি- মুখস্থবিদ্যা নেই। নিজের মতো করে ঘটনা মনে রাখে। দরকারি তথ্য সংগ্রহ করে। 

সমাধান খোঁজা- জটিল ধাঁধা হোক বা যুক্তি- আইকিউ থাকা শিশুরা সব কিছুর সমাধান খুঁজে পায়। 

সংবেদনশীল- আইকিউ থাকা শিশুরা খুব সংবেদনশীল ও আবেগপ্রবণ। যে কারও আবেগ ধরতে পারে। অন্যকে সাহায্য করে। 

পড়ার ইচ্ছা- আইকিউ ভাল থাকা শিশুরা স্কুলপাঠ্য ছাড়া অন্য বইপত্রও পড়ে। 

কঠিন বিষয়ে আয়ত্ত- গণিত, বিজ্ঞান বা সাহিত্যের মতো কঠিন বিষয়ে উৎসাহ থাকা শিশুদের আইকিউ ভাল।