BY- Aajtak Bangla

৩০০ টাকায় ৭ লোভনীয় পদ, জিভে জল আনা ওভারডোজ!

29 DECEMBER, 2023

বছরের শেষে বা নতুন বছরের শুরুতে মনভরে পেটপুজোর পকেটসই ঠিকানা খোঁজেন অনেকেই। তাঁদের জন্য রইল এমনই একটি ঠিকানার হদিস।

এখানে মাত্র ৩০০ টাকায় ৭ লোভনীয় পদ মিলবে পর্যাপ্ত পরিমাণে। দুই জনে মিলে পেট ভরে খেয়ে যান। তা-ও পাবেন ৫৯৯ টাকায়!

৩১ ডিসেম্বর, ২০২৩ আর ১ জানুয়ারি, ২০২৪— এই দুই দিন বিশেষ অফারে এই দামে এত কিছু দিচ্ছে ওভারডোজ।

এ ছাড়াও, ৩১ ডিসেম্বর, ২০২৩ আর ১ জানুয়ারি, ২০২৪— এই দুই দিন রেস্তোরাঁর এ লা কার্টে পদগুলিতে থাকছে ২৫% ছাড়!

কালীঘাট মেট্রো স্টেশন থেকে ১০ মিনিটের হাঁটা পথেই রয়েই এই ঝাঁ চকচকে রেস্তোরাঁ।

বন্ধুবান্ধব নিয়ে বেশ কিছুটা মন ভালো করা সময় কাটানোর জন্য খুব ভালো একটা বিকল্প এই ওভারডোজ।

মেনুতে থাকছে চিকেন সুইট কর্ন স্যুপ, লাত মে কাই (চিকেন),ক্রিস্পি চিলি বেবিকর্ন, চিকেন ফ্রাইড রাইস, চিকেন চিলি গার্লিক নুডলস।

এ ছাড়াও শেফ স্পেশাল চিকেন (লাল সস) আর কোল্ড ড্রিংকে পাবেন (ফ্রেশ লাইম সোডা অথবা থাম্বস আপ।

তাহলে আর দেরি না করে চলে আসুন কালীঘাট মেট্রো স্টেশনের কাছেই এই রেস্তোরাঁয়।