5 September 2023
BY- Aajtak Bangla
ইংরাজি শেখার জন্য অনেকে স্পোকেন ইংলিশ ক্লাসে ভর্তি হন। কিন্তু বাড়ি বসেই ইংরাজি বলা শিখতে পারেন।
এই ৭ নিয়মে বাড়ি বসে, খুব সহজেই ইংরাজি বলা শিখতে পারবেন।
ইংরাজি শেখার সবচেয়ে বড় উপায় হল, বেশি বেশি ইংরাজি শোনা। ইংরাজিতে ইউটিউব, টিভি, পডকাস্ট, ওয়েব সিরিজ দেখুন।
ইংরাজিতে কথা বলার অভ্যাস করুন। মনে মনে কথা বললেও সেটা ইংরাজিতে বলুন।
ফোনে, কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বললে ইংরাজিতে বলুন। এতে আপনার ভয়, লজ্জা কমে যাবে।
- অনলাইন ভাষা শিক্ষা ফোরামে যোগ দিন। সেখানে বিভিন্ন ভাষার মানুষদের সঙ্গে কথা বলার অভ্যাস করুন। ভয় কেটে যাবে।
ইংরাজিতে ডাইরি লিখতে পারেন। এতে শব্দের গঠন শিখতে পারবেন
ইংরাজি গান শুনুন। এতে দ্রুত ইংরাজি শুনে তা বোঝার অভ্যাস হয়ে যাবে।
অনলাইনে বিভিন্ন ইংরাজি শেখার গ্রুপ থেকে ভিডিয়ো কলে ইংরাজিতে কথা বলার অভ্যাস করুন।