11 July, 2024

BY- Aajtak Bangla

বর্ষায় এই ৮ ফুলের গাছ লাগান, গন্ধ আর ফুলে ভরে উঠবে আপনার ঘর

গাছ-গাছালি প্রেমীদের জন্য বর্ষাকাল দারুণ সময়। এই সময় গাছ লাগানোর জন্য আদর্শ।

বর্ষাকালে গাছ লাগান। ফুলে ভরে উঠবে ঘরের আঙিনা। রইল এমনই ৮টি গাছের খোঁজ।  

রঙ্গন- বর্ষায় রঙ্গন ফুলের গাছ লাগাতে পারেন। একটু পরিচর্যা করলেই গাছ ভরে উঠবে নানা রঙের রঙ্গনে।

জবা- বাড়ির টবে লাগান জবা ফুল গাছ। খালি লক্ষ্য রাখবেন গাছ যেন পর্যাপ্ত সূর্যালোক এবং জল পায়। বছরের যে কোনও সময় রোপণ করতে পারেন।

বেল ফুল- বর্ষাকালে সব জাতের বেল ফুলের গাছ লাগাতে পারেন। জুলাই-অগাস্টে রোপণ করুন।

চাঁপা- বর্ষায় লাগান চাঁপা ফুলের গাছ। সুবাসে ভরে উঠবে চারপাশ।

করবী-শীত ছাড়া সারা বছর নয়নতারা রোপণ করা যায়। বর্ষাকাল এই গাছ লাগানোর উপযুক্ত সময়।

নয়নতারা- এই ফুল বারমাসি। গোলাপি, বেগুনি এবং সাদা রঙে ফুল ফোটে নয়নতারা।

গোলাপ- এই সময়ে গোলাপ ফুলের চারা রোপণ করুন। ডাল কেটেও লাগাতে পারেন।

গাঁদা -জুলাইয়ে গাঁদার বীজ রোপণ করতে পারেন। পরে দারুণ ফুল দেবে।