24 May, 2023
BY- Aajtak Bangla
কেউ কি আপনাকে পছন্দ করে, সেটা কি প্রেম? এই ৮টা লক্ষণেই বুঝতে পারবেন। তাতে মনের মানুষ চিনতে ভুল হবে না।
সে আপনার চারপাশে থাকলেই নার্ভাস ফিল করবে। কথাবার্তা আটকে যেতে পারে।
সে সবসময় আপনার প্রশংসা করবে। হয় চুলের প্রশংসা, না হলে সাধারণ জ্ঞানের, না হলে আপনার ব্যক্তিত্বের।
ভিড়ের মাঝে আপনার দিকে হ্যাঁ করে তাকিয়ে থাকবে। আড়ালে থেকে আপনাকে চোখে চোখে রাখবে।
কথা বলার সময় আপনার চোখের দিকে তাকিয়েই থাকবে।
সে কি আপনাকে বারেবারে নানা প্রশ্ন করে? তাহলে সে আপনাকে পছন্দ করতেই পারে।
আপনার যে কোনও ছোট কথা বা বিষয়ও তার মনে থাকে। তা সে কোনও বই হোক বা ভাল সিনেমার কথা।
সে যদি আপনার কথা মন দিয়ে সবসময় শোনে, তাহলে জানবেন কিছু একটা চলছে।
সবসময় আপনার সঙ্গে সঙ্গে থাকার ইচ্ছা। সেটা একসঙ্গে খেতে বসা হতে পারে, অথবা ক্লাসে পাশাপাশি বসাও হতে পারে।