9 October, 2023
BY- Aajtak Bangla
প্রথমেই যেটা করতে পারেন সেটা হচ্ছে প্যান্ডেল হপিং যেতে পারেন। সেটা করতে করতেই দেখবেন কখন সময় কেটে গিয়েছে।
আরও একটি কাজ করতে পারেন সেটা হচ্ছে ধুনুচি নাচে অংশগ্রহণ করতে পারেন।
অনেকে পুজোর দিন বেরোয় শুধু বিভিন্ন ধরণের খাবারের স্বাদ নিতে। কলকাতার বিখ্যাত মুখরোচক খাবার ফুচকা বা রোল খেতে পারেন।
পুজোর সময় অনেকে সাংস্কৃতিক এবং সঙ্গীত কনসার্টে যোগ দিতে পারেন এবং উপভোগ করতে পারেন।
পুজোর ঠিক আগে কলকাতার বিখ্যাত প্রতিমা তৈরির স্থান, কুমারটুলিতে যেতে পারেন।
ঐতিহ্যবাহী বাঙালি পোশাক ও গয়না কিনতে পারেন।
প্রাকৃতিক দৃশ্য দেখতে হলে হুগলী নদীর বুকে নৌকোয় চড়ে কিছুক্ষণের জন্য ঘুরতে পারেন।