30 April, 2024

BY- Aajtak Bangla

সুখী হতে এই ৮ ব্যক্তিদের এড়িয়ে চলুন, আপনার আশেপাশেই থাকে

BY- Aajtak Bangla

জীবনে শান্তি কার না চাই। কিন্তু অনেক সময়ে আমাদের আশেপাশের মানুষদের আচরণেই আমাদের মন অশান্ত হয়ে ওঠে।

সেই মানুষ আপনার সহকর্মী, আত্মীয় এমনকি বন্ধুও হতে পারে। এঁদেরই আচরণে আপনার মন খারাপ হতে পারে। তাই এমন মানুষদের জীবন থেকে দূর করে দিন।

৮. কথা দিয়ে তা রাখেন না, এমন ব্যক্তিদের এড়িয়ে চলুন। এঁদের সঙ্গে মিশলে বারবার হতাশই হতে থাকবেন।

৭. কেউ দেখা হলে খালি নিজেরই সাফল্যের গল্প শোনাতে থাকেন? এমন আত্মকেন্দ্রিক ব্যক্তিদের সঙ্গে কম মেশায় শ্রেয়।

৬. সব কথার যাঁরা নেতিবাচক জবাব দেন, তাঁদের জীবন থেকে বাদ দিন। এতে আপনার আত্মবিশ্বাসে প্রভাব পড়বে। 

৫. অন্যের সমালোচনা করতে থাকেন, এমন ব্যক্তিদের এড়িয়ে চলাই শ্রেয়। এঁদের সঙ্গে থাকলে আপনারও স্বভাব খারাপ হয়ে যাবে।

৪. যাঁরা মজা বা 'রোস্ট' করার ছলে আপনাকে অপমান করেন, তাঁদের জীবন থেকে বাদ দিন। মজা করারও একটি সীমা থাকে।

৩. আপনার পরিবারের সদস্যদের সম্মান করেন না, এমন ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রাখবেন না। আপনার জীবনসঙ্গী, মা-বাবা, ভাইবোনদের নিয়ে খারাপ কথা বলা ব্যক্তিদের এড়িয়ে যান।

২. অনেকে কথার খুঁত ধরেন। সাধারণ কথার মধ্যেও ভুল-ত্রুটি বের করেন। এমন ব্যক্তিদের এড়িয়ে চলুন। ভাল থাকবেন।

১. মিথ্যাবাদী ব্যক্তিদের জীবন থেকে বাদ দিন। যদি কোনও ব্যক্তির বারবার মিথ্যা বলার প্রমাণ পেয়ে থাকেন, তাঁকে জীবন থেকে বাদ দিয়ে দিন।