03 June, 2024

BY- Aajtak Bangla

স্মার্ট ছেলেরা এই ৮ কাজ করে না, আপনি করেন নাকি?

স্মার্টনেস শব্দটা শুনলেই আমরা নড়েচড়ে বসি। কখনো শ্রদ্ধায়, কখনো কৌতূহলে। আবার কখনো সখনো একটু ঈর্ষাও যে হয় না, তা-ইবা অস্বীকার করি কী করে! 

‘আপনাকে বড় বলে বড় সেই নয়’ লাইনটা আমরা পড়ে ফেলি সেই ছোটবেলাতেই। আর এটাই ‘স্মার্টনেস’ অর্জনের প্রথম ধাপ। নিজেকে কখনোই খুব বেশি মেধাবী মনে করা যাবে না। 

স্মার্ট মানুষের মধ্যে আপনি তাড়াহুড়ো জিনিসটা পাবেন না। বরং তারা অনেক সময় এবং ধৈর্য নিয়ে যেকোনো কাজ শেষ করতে পছন্দ করেন।

গড়পড়তা লোকজন যখন জেতার জন্য এবং নিজেকে বড় দেখানোর জন্য তর্ক করেন, স্মার্ট লোকজন তখন তর্ক করেন নিজের ভুলত্রুটি খুঁজে বের করার উদ্দেশ্যে। 

স্মার্ট লোকজন কখনোই পুরোনো সমাধান ধরে বসে থাকেন না, বরং যে সমস্যা যত পুরোনোই হোক, সমাধানের নতুন নতুন পথ বের করতে তাঁরা ক্লান্ত হন না।

সিদ্ধান্তহীনতায় ভোগেন না। তবে তাঁরা কাজের ক্ষেত্রে হঠকারিতাকে কোনো ধরনের প্রশ্রয় দেন না।

বিচার ভাবনা অনুযায়ী এই ধরনের ব্যাক্তিরা খোলা মনের মানুষ হয়ে থাকেন।

স্মার্ট ব্যক্তিরা কখনও কখনও সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে যে কোনও পরিস্থিতি দেখেন।

যদি আপনার মধ্যেও থেকে থাকে এই অভ্যেস তাহলে বুঝে নিন আপনিও স্মার্ট।