8 June 23
BY- Aajtak Bangla
অতিরিক্ত জল খাওয়ার ফলে কোষ সঙ্কুচিত হয়, যার ফলে ত্বকের ওপরও প্রভাব ফেলে। যে কারণে পা, হাত ও ঠোঁটের রঙ হালকা হয়ে যায়।
কিডনি অতিরিক্ত জল বের না করার ফলে তা শরীরে জমা হয়। এর ফলে আপনি ক্লান্ত ও মানসিক চাপ অনুভব করেন।
জল বেশি খাওয়ার ফলে ইলেকট্রোলাইট লেভেল কমে যায়, যার ফলে পায়ের পেশিতে টান অনুভব হয়।
অতিরিক্ত জল খেলে তা শরীরের সোডিয়াম শুষে নেওয়ার ক্ষমতা হারায়। যার ফলে শ্বাসকষ্ট শুরু হয়।
অতিরিক্ত হাইড্রেট হয়ে যাওয়ার ফলে আপনি যে কোনও জিনিসই দুটি করে দেখতে শুরু করে দেন।
মস্তিষ্কের কোষ সঙ্কুচিত হওয়া শুরু করলে আপনি বিভ্রান্ত হতে শুরু করে দেন।
মস্তিষ্কের কোষ সঙ্কুচিত হওয়া শুরু করলে তা প্রাণহানির ঝুঁকি হতে পারে। চিকিৎসা না হলে মস্তিষ্কের ক্ষতিও হতে পারে।