24 JUNE, 2023
BY- Aajtak Bangla
স্ক্রাব টাইফাসে আক্রান্ত শিশু, পোকা কামড়ালেই বিপদ, লক্ষণ চিনুন
বৃষ্টি নামলেই স্ক্রাব টাইফাসের উপদ্রব বাড়ে। যা আসলে ছোট ছোট লাল লাল পোকা।
ছোট এক ধরনের পোকার কামড়ে এই রোগ হয়। এই রোগ চেনার উপায় কী ?
সাধারণত কৃষি জমিতে এই ধরনের পোকা দেখা যায়। পোষ্যের গায়েও এই ধরনের পোকার দেখা মেলে।
পোকা কামড়ানোর পাঁচ-সাত দিন পরে জ্বর আসে।
জ্বরের পাঁচ থেকে সাত দিন পরেও রক্ত পরীক্ষায় ডেঙ্গি বা ম্যালেরিয়া ধরা না পড়লে সতর্ক হতে হবে।
Related Stories
প্রাকৃতিক ডাই, নারকেল তেলে মেশান এই পাতার গুঁড়ো
পাঁচফোড়নে কোন কোন মশলা আছে? অভিজ্ঞ রাঁধুনিরাও জানেন না
গলায় আটকে মাছের কাঁটা, বের করার সহজ উপায়
পুরুষ মানুষ সফল হয় কোকিলের এই গুণে, জানুন