17 April, 2024
BY- Aajtak Bangla
বহু মানুষের নাম A দিয়ে শুরু হয়। চারপাশ দেখলে বোঝা যায়, A দিয়ে নাম শুরু হওয়া মানুষের সংখ্য়া নেহাত কম নয়।
A দিয়ে যাঁদের নাম শুরু হয় তাঁরা ঘুরতে ভালোবাসেন। যে কোনও পরিবর্তনকে মানিয়ে নিতে এদের কোনও অসুবিধে হয় না।
A দিয়ে নাম শুরু হওয়া মানুষরা খুব প্রভাবশালী হন, তাঁরা সবাইকে পরিচালনা করতে ভালোবাসেন। নেতৃত্বগুণও থাকে।
এই মানুষরা সম্পর্ক নিয়ে খুব একটা সিরিয়াস থাকেন না। কোথাও স্বার্থে আঘাত লাগলে সম্পর্ক থেকে বেরিয়ে যান।
A দিয়ে নাম শুরু হওয়া মানুষদের অন্যতম বৈশিষ্ট্যই হল, এদের মনের জোর থাকে। যে কোনও পরিস্থিতি সামলে নিতে পারেন।
তবে এরা মাঝে মাঝে খুব অতি আত্মবিশ্বাসী হয়ে পড়েন। তা বিপদ ডেকে আনে। কেরিয়ারের ক্ষেত্রে এরা খুব মনোযোগী।
এই বর্ণ দিয়ে নাম শুরু হওয়া মানুষদের আর একটি দোষ হল, এরা নিজের ভাবনাচিন্তা অন্যের উপর চাপিয়ে দিতে চান।
এরা মাঝে মাঝে খুবই দুর্বল হয়ে পড়েন। তবে সেই দুর্বলতার কথা কখনও কারও কাছে প্রকাশ করেন না।
A বর্ণ দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের গুণ হল, এরা শিল্প সাহিত্য অভিনয় ইত্যাদি ক্ষেত্রে উন্নতি করেন। তবে তা ধরে রাখতে পারেন না কখনও সখনও।
A বর্ণ দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের খরচের হাত খুব কম। এরা সমঝে খরচ করেন। টাকা পয়সা জমাতে পারেন।