13 April, 2024
BY- Aajtak Bangla
যে অক্ষর দিয়ে কোনও ব্যক্তির নাম শুরু হয়, তা দিয়ে তাঁর স্বভাব এবং ব্যক্তিত্ব জানা যায়।
A দিয়ে অনেকের নাম শুরু হয়। জেনে নিন সেই সব ব্যক্তিদের স্বভাব কেমন
সংখ্যাতত্ত্বে, A অক্ষরটির সঙ্গে ১ সংখ্যা। এই অক্ষরের ব্যক্তিরা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বের।
এ দিয়ে নাম হলে খুব বুদ্ধিমান ও স্মার্ট হন। থাকে হাসানোর ক্ষমতাও।
আত্মবিশ্বাসে পূর্ণ হন। নিজের শর্তে জীবনযাপন করেন তাঁরা। দৃঢ়প্রতিজ্ঞ এবং সাহসী ব্যক্তি হন এই নামের লোকেরা।
জীবনের সবক্ষেত্রে এগিয়ে থাকেন।খুব উচ্চাভিলাষী এবং নেতৃত্বগুণ থাকে।
A ব্যক্তিরা হন দুঃসাহসিক। আগ্রাসী স্বভাবের জন্য অভদ্র এবং অহংকারী মনে হতে পারে।
এই অক্ষরের ব্যক্তিরা রোমান্টিক হন না। তাঁরা সম্পর্কে সিরিয়াস থাকেন। প্রকাশ্যে প্রেম নিবেদনে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।
দুর্বলতা কী কী? তাঁরা স্বার্থপর হন। নিজেকে সঠিক বলে কোনও বিষয়ে অনড় থাকেন।
অতিরিক্ত চিন্তা করেন। একটু ধৈর্যের অভাব থাকে। কেউ ভদ্রতার আচরণ করলেও দ্রুত প্রতিক্রিয়া দেন না।