21 May 2025
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
নাম কোন বর্ণ দিয়ে শুরু হচ্ছে তার উপর নির্ভর করে ব্যক্তিত্ব, চরিত্র, মানসিকতা। নামের প্রথম বর্ণ সেই ব্যক্তির সম্পর্কে অনেক কিছু বলে দেয়।
'অ' বর্ণ দিয়ে অনেক ছেলে-মেয়ের নাম শুরু হয়। যাদের নাম অ দিয়ে তাদের চরিত্র, মানসিকতা, ব্যক্তিত্ব কেমন? আসুন জানি।
অ দিয়ে নাম শুরু হওয়া ছেলে ও মেয়েরা লেখাপড়ায় ভালো হয়। এদের কেরিয়ারে উন্নতি থাকে। এদের চরিত্র খুব দৃঢ়। কোনও বিষয়ে যদি একবার না বলে দেন, তাহলে হ্যাঁ করানো মুশকিল।
এদের জীবনে আর্থিক অসুবিধে থাকে না। ছাত্রজীবনে স্ট্রাগল থাকে। কিন্তু ভবিষ্যতে উন্নতি করে।
এরা লোকের সঙ্গে কম মেলামেশায় পছন্দ করেন। ঘনিষ্ঠবৃত্তে কয়েকজন মাত্র বন্ধু থাকে। তাঁদের সঙ্গেই আজীবন বন্ধুত্ব থেকে যায়।
এরা খুব বুদ্ধিমান ও বিচক্ষণ হয়ে থাকেন। জীবনে সমস্যা এলে বুদ্ধির জোরে সমাধান করতে পারেন।
এরা নিজেরা কোনও ভুল করলে তা স্বীকার করে নেন। মাথা নত করতে পিছপা হন না। তবে কেউ অহেতুক অপমান করলে ছেড়ে কথা বলেন না।
এদের সম্মানবোধ খুব তীব্র। সেজন্য ভেবেচিন্তে কথা বলতে হয়। অন্যায়ের সঙ্গে আপোষ করেন না।
এদের প্রেম জীবন একমুখী। একজনকেই ভালোবাসেন। বিবাহিত জীবন সুখের হয়। পরিবারের সকলকে ভালোবাসেন এবং সকলের প্রতি সঠিক দায়িত্ব পালন করেন।