BY- Aajtak Bangla

নোংরা সাদা জুতো হবে ধবধবে সাদা, রান্নার এই সবজিই হাল ফেরাবে

21th October, 2024

ছেলে-মেয়ে সকলেরই সাদা জুতোর প্রতি অন্যরকম ভাললাগা থাকে। কেন না, সব ধরনের পোশাকের সঙ্গে সাদা জুতো খুব ভাল মানায়।

কিন্তু, সাদা জুতো খুব দ্রুত নোংরা হয়ে যায়। এবং তা পরিষ্কার করা খুবই কঠিন একটি কাজ।

তবে সাদা জুতো পরিষ্কার করতে ও ঝকঝকে করতে রান্নাঘরের একটা জিনিসই কামাল দেখাবে।

রান্নাঘরের খুবই দরকারি সবজি হল আলু। এই আলু রান্না ছাড়াও চুল ও ত্বকের নানান কাজে লাগে।

সেই আলু দিয়েই পরিষ্কার হবে আপনার সাধের সাদা জুতো।

তাহলে জেনে নিন কীভাবে আলু দিয়ে সাদা জুতো পরিষ্কার করবেন।

প্রথমেই কাঁচা আলু নিয়ে নিন। এবার এটাকে দুটুকরো করে কেটে নিন।

এবার এক টুকরো আলু নিয়ে সাদা জুতোর নোংরার ওপর ঘষতে শুরু করে দিন। কাঁচা আলু থেকে যে রস বের হবে সেই রসেই পরিষ্কার হতে থাকবে জুতো।

পরের আলুর টুকরোটা দিয়ে দ্বিতীয় জুতোটাও পরিষ্কার করে নিন। এবার রসটা একটু শুকিয়ে যেতে দিন।

এরপর পরিষ্কার কাপড় দিয়ে জুতোটা মুছে নিন। এরপরই দেখবেন সাদা জুতো ধবধব করছে।