6 APRIL 2023
ভারতে প্রায় প্রতিটি সরকারি ও বেসরকারি প্রকল্পের জন্য আধার কার্ড নেওয়া হয়
আধার যদি এখনও তৈরি না হয়ে থাকে, তাহলে সেটি তৈরি করার জন্য কয়েকটি বিষয় অবশ্যই দরকার।
আধার হল ১২ সংখ্যার একটি কার্ড, আধারের জন্য সংবিধিবদ্ধ সংস্থা হল UIDAI.
বর্তমানে ভারতে, পরিচয় পত্র হিসেবেও আধার কার্ড ব্যবহার করা হয়।
আধার কার্ড তৈরি করতে কয়েকটি স্টেপ অনুসরণ করতে হবে।
পাশাপাশি আধার কার্ড তৈরির জন্য প্রয়োজনীয় যোগ্যতা থাকাও প্রয়োজন।
ভারতের যে কোনও বাসিন্দা (নবজাতক/নাবালক) আধার কার্ডের জন্য যোগ্য।
১২ মাসেরও বেশি সময় ধরে ভারতে বসবাসকারী NRI এবং বিদেশীরা আধারের জন্য যোগ্য।
১৮০ দিন অপেক্ষা না করে ভারতে আসার পর ভারতীয় পাসপোর্টধারী NRI-দের আধার কার্ড ইস্যু করার প্রস্তাব করা হয়েছে।