BY- Aajtak Bangla
3rd March, 2025
গরম আসন্ন। এখন থেকেই বাড়িতে বাড়িতে এসি চালানো শুরু হয়ে গিয়েছে।
আর এসিতে খুব বেশি ইলেকট্রিক বিল আসে, সেকথা সবার জানা।
তবে বেশ কয়েকটা নিয়ম মেনে এসি চালালে বিল অনেকটা কম আসে। কীভাবে চালাতে হবে?
আজকাল সমস্ত এয়ার কন্ডিশনারই স্মার্ট ফিচার যুক্ত। তাই এসি মেশিনে টাইমার সেট করে দিন। তারপর ঘুমোতে যান।
ধরে নেওয়া যাক এক ঘণ্টা কিংবা ২ ঘণ্টা, সেই সময়ের পর এসি মেশিন নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। অথচ ঘরও ঠান্ডা থাকবে।
এসির সঙ্গে ফ্যান চালিয়ে রাখুন। তাহলে এসির কারেন্ট কম পুড়বে। সেক্ষেত্রে বিলও কম আসবে।
এসি চালানোর সময় ঘরের দরজা-জানলা ভালোভাবে বন্ধ করে দিন। ঘর ঠান্ডা যত তাড়াতাড়ি হবে তত বিল কম আসবে।
মনে করে কয়েক মাস পরপর এসির ফিল্টার ও কিছু যন্ত্রাংশ পরিষ্কার বা প্রয়োজনে পরিবর্তন করলে রুম ঠান্ডা করতে এসির কম শক্তি খরচ হয়, বাঁচে বিদ্যুৎ খরচ।
কখনও ঘন ঘন এসি বন্ধ করবেন না। এতে ঘর গরম হয়ে যাবে। তখন রুম ঠান্ডা করতে ফের চালাতে হবে। এতে বিদ্যুতের বিল বেশি আসবে।