14 April 2025
BY- Aajtak Bangla
গরম পড়তে শুরু করেছে। অনেক বাড়িতে এসি চালাতে শুরু করেছেন।
অনেক দিন পরে এসি চালাতে শুরু করলে বিভিন্ন সমস্যা দেখা যায়। মাঝে মাঝে ব্লাস্টও হয়।
কোন কোন সংকেতে বুঝবেন যে এসি ব্লাস্ট করতে পারে? যদি এসি থেকে জোরে জোরে শব্দ হয় তাহলে তা বন্ধ করে দিন।
যদি এসি থেকে হঠাৎ পোড়া গন্ধ বের হতে শুরু করে তাহলে সাবধান। ব্লাস্ট করতে পারে।
কখনও কখনও এমন হয় যে এসি চলতে চলতে বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রেও সাবধান থাকুন।
এসি যদি খুব হিট হয়ে যায় তাহলে বন্ধ রাখুন। না হলে ব্লাস্ট করতে পারে।
কখনও কখনও এসি থেকে খুব বেশি গরম হাওয়া বের হতে শুরু করে। সেটাও ভালো সঙ্কেত নয়।
এসি যদি ভাইব্রেট করে তাহলে তা বন্ধ রাখুন। না হলে বিপদ হতে পারে
কম করে তিন মাস অন্তর এসি পরীক্ষা করানো উচিত। তাহলে এসির স্বাস্থ্য ভালো থাকে। ঝুঁকি কম থাকে।