BY- Aajtak Bangla
1 May, 2024
গরমে এসি এখন আর বিলাসিতা নয়, প্রয়োজনের জিনিস। ৪০ ডিগ্র্রিরও বেশি তাপমাত্রায় পুড়ছে বাংলা। সেই দাবদাহ থেকে বাঁচতে প্রায় প্রত্যেকের বাড়িতেই এখন এসি।
কিন্তু এসি চালানোর ফলে বিলও বেশি আসে। তাহলে কত ডিগ্রি তাপমাত্রায় এসি চালানো উচিত তা নিয়ে টিপস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী বলেছেন, ১৭ বা ১৮ তে এসি চালালে প্রকৃতির উপর খারাপ প্রভাব পড়ে। তাই এত কমে এসি চালানো উচিত নয়।
আবার অনেকে ১৮ ডিগ্রিতে এসি চালিয়ে গায়ে ঢাকা নেন। সেটাও উচিত নয় বলে মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার পরামর্শ এসি সব সময় ২৪ বা তার বেশি তাপমাত্রায় রাখা দরকার।
তাহলে বিদ্যুৎ খরচ বাঁচবে। ইলেকট্রিক বিলও কম আসবে। তাতে বিল মেটাতে অসুবিধে হবে না সাধারণ মানুষের।
প্রধানমন্ত্রীরর আরও পরামর্শ, অনেকে শরীর ফিট রাখতে জিমে যান। কিন্তু তাঁরা এসি চালিয়ে গাড়িতে করে জিমে যান। সেটা উচিত নয়।
বরং গাড়িতে না গিয়ে যদি হেঁটে জিমে যাওয়া যায় তাহলে শরীরচর্চা হবে আবার পরিশ্রমও হবে। তাহলে শরীর ফিট থাকবে।
প্রধানমন্ত্রী বাইসাইকেলেও গন্তব্যে যাওয়ার পক্ষে সওয়াল করেছেন। তাঁর মতে, এভাবে যাওয়া আসা করলে শরীরচর্চা হবে আবার বিলও কম আসবে। ২০২২ সালে এই টিপস শেয়ার করেছিলেন নমো।