10 Feb, 2025
BY- Aajtak Bangla
অনেকদিন পর এসি চালাবেন? এই ১০টি বিষয় অবশ্যই দেখে নিন অনেকেই শীতের সময়ে এসি (Air Conditioner) বন্ধ রাখেন এবং গরমের শুরুতে আবার চালানোর কথা ভাবেন।
তবে দীর্ঘদিন পর এসি চালানোর আগে কিছু বিষয় খেয়াল রাখা খুবই জরুরি, নাহলে অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে। এখানে ১০টি গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হলো, যা আপনাকে এসির সঠিক ব্যবহারে সহায়তা করবে।
দীর্ঘদিন বন্ধ থাকার ফলে এসির ফিল্টারে ধুলো জমে যেতে পারে। তাই প্রথমেই ফিল্টার খুলে পরিষ্কার করে নিন, যাতে শুদ্ধ বাতাস বের হয় এবং এসির কার্যকারিতা ঠিক থাকে।
বাইরের ইউনিটে (Outdoor Unit) ধুলো, ময়লা বা কোনও বাধা রয়েছে কিনা দেখে নিন। কোনও বস্তু বা গাছপালা ইউনিটের আশেপাশে থাকলে সরিয়ে দিন, যাতে বাতাস চলাচলে বাধা না পায়।
এসির পাওয়ার কানেকশন সঠিকভাবে যুক্ত আছে কিনা নিশ্চিত করুন। তার বা প্লাগে কোনও ক্ষতি হয়েছে কিনা দেখে নিন, প্রয়োজনে ইলেকট্রিশিয়ানের সাহায্য নিন।
বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কি না সেটা নিশ্চিত হয়ে নিন। অনেক সময় অনেকদিন বন্ধ থাকার ফলে সংযোগে সমস্যা দেখা দেয়।
কন্ডেনসার কয়েলে ধুলো জমলে এসির ঠান্ডা করার কার্যক্ষমতা কমে যেতে পারে। তাই কয়েল পরিষ্কার করা খুবই জরুরি। যদি বেশি ময়লা জমে থাকে, তাহলে সার্ভিসিং করিয়ে নিন।
অনেক সময় এসির রিমোট দীর্ঘদিন ব্যবহৃত না হলে তার ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। এসি চালানোর আগে রিমোট কাজ করছে কিনা এবং ব্যাটারি ঠিক আছে কিনা দেখে নিন।
দীর্ঘদিন পর এসি চালানোর আগে কুলিং গ্যাস ঠিকমতো আছে কিনা এবং কোনও লিকেজ হয়েছে কিনা পরীক্ষা করুন। যদি মনে হয় গ্যাস কমে গিয়েছে, তাহলে টেকনিশিয়ানের সাহায্য নিন।