30 MARCH, 2025

BY- Aajtak Bangla

এসি একটানা কতক্ষণ চালাবেন? রইল বিশেষজ্ঞের মত 

রোদের তেজে গরম বাড়ছে। এ সময় এসি ব্যবহার করছেন কমবেশি সবাই।

গরম বাড়ছে

আবার বিদ্যুত্ খরচ কমাতে অনেকেই এসি একটু পর পর বন্ধ করছেন। এতে আসলেই কি বিদ্যুৎ খরচ কমছে নাকি বিপরীত হচ্ছে?

খরচ বাঁচাতে

এসি কখনোই বারবার অন- অফ করা ঠিক না। বারবার অন-অফ করলে এসির জন্য বিদ্যুৎ খরচ বেশি হতে পারে।

জেনে নিন

তবে দীর্ঘক্ষণ এসি চালু রাখলে কম্প্রেসার অতিরিক্ত গরম হওয়ার আশঙ্কা থাকে। তাই এসি বেশিক্ষণ চালু রাখা উচিত নয়।

কতক্ষণ চালাবেন?

যাদের বাড়িতে এসি আছে- তাদের মধ্যে খুব কম মানুষই জানেন যে কতক্ষণ এসি চালানোর পর তা বন্ধ রাখতে হবে।

কতক্ষণ চালাবেন?

আপনি যদি দীর্ঘ সময় ধরে এসি চালান তবে আপনার মনে রাখা উচিত প্রতি এক থেকে দুই ঘণ্টা অন্তর ৫-৭ মিনিটের জন্য সেটি বন্ধ করা উচিত। ফলে এসির কম্প্রেসার দ্রুত গরম হবে না।

এসি কখনোই বারবার অন- অফ করা ঠিক না। আপনি টাইমার সেট করে রাখতে পারেন।

এতে আপনা আপনি ঘর ঠান্ডা হলে এসি বন্ধ হয়ে যাবে। তবে এসি কখনোই বারবার অন-অফ করা ঠিক না। আপনি টাইমার সেট করে রাখতে পারেন।

বারবার অন-অফ করলে এসির জন্য বিদ্যুত্ খরচ বেশি হতে পারে।