BY- Aajtak Bangla

দীর্ঘ দিন বন্ধ থাকলে চালুর আগে এসির সার্ভিসিং মাস্ট! বাঁচবে হাজার হাজার টাকা  

24 MARCH 2025

প্রচন্ড গরমের দিন শুরু হয়েছে। অনেকেই বাড়ি, অফিসে এসি চালান। এই সময়ে কিছু ভুলে ক্ষতি হয় এসির।

গরমকাল শুরু 

এসি ব্যবহারকারীদের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নেওয়া জরুরি। টিপস মানলে, বছরের পর বছর ধরে এসি ভাল থাকবে।

 গুরুত্বপূর্ণ বিষয়

প্রায় সবার বাড়িতে এসি শীতকালে বন্ধ থাকে এবং প্রায় ৪-৫ মাস বন্ধ থাকার পর, এই সময় এসি চালু করা হয়।

অনেক দিন এসি বন্ধ

এই সময়ে, অনেকে পরিষেবা না পেয়ে এসি চালু করেন। এই ভুল আপনার এসির ক্ষতি করতে পারে। জানুন কেন এসি সার্ভিসিং করা প্রয়োজন।

এসি নষ্ট হতে পারে

দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকার কারণে এসির ফিল্টার ও কয়েলে ময়লা জমে। এগুলো পরিষ্কার না করলে এসির কুলিং কয়েল ফুটো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এসির গ্যাস ফুরিয়ে যাবে।

কুলিং কয়েল

দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকার কারণে এর মধ্যে থাকা আর্দ্রতার কারণে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। পরিচর্যা না করলে, আপনি অসুস্থ হতে পারেন।

ব্যাকটেরিয়ার বিপদ

দীর্ঘদিন সার্ভিসিং না করেই এসি চালালে, এসির কুলিং নষ্ট হতে পারে। কুলিং ঠিক করতে ৫-১০ হাজার টাকা খরচ করতে হতে পারে।

ঠান্ডা করতে সমস্যা

অনেক সময় দীর্ঘক্ষণ বন্ধ রাখা এসিতে মরচে পড়ে বা তার কোনও একটি কেটে যেতে পারে। সেক্ষেত্রে যে কোনও এসি চালু করার আগে সার্ভিসিং করে নিন।

যান্ত্রিক সমস্যা 

দীর্ঘদিন ধরে সার্ভিসিং না করলে এসির ঠান্ডা করার ক্ষমতা কমে যেতে পারে। এতে কম্প্রেসারে চাপ বাড়বে এবং এরপর বিদ্যুৎ বিলও বাড়বে।

বিদ্যুৎ বিল 

এসি সার্ভিসিং না করলে অতিরিক্ত ধুলাবালির জন্য কম্প্রেসারে চাপ পড়ে নষ্ট হতে পারে। মেরামত করতেও অনেক খরচ হতে পারে।

কম্প্রেসার