13 JUNE, 2025

BY- Aajtak Bangla

১ মিনিটেই কনকনে ঠান্ডা হবে ঘর, জেনে নিন এই ৫ টিপস 

ভ্যাপসা গরমে এসির ব্যবহার বাড়ছে। তবে অনেকেই এসি-র সঠিক ব্যবহার না জানায়, ঠান্ডা পাওয়া যায় না। অন্যদিকে বিদ্যুতের বিল বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে।

আজ আমরা আলোচনা করব এমন ৫টি অত্যন্ত কার্যকরী কৌশল নিয়ে, যা মানলে আপনার ঘর হয়ে উঠবে একদম পাহাড়ি স্টেশনের মত ঠান্ডা।

বেশিরভাগ মানুষ এসি চালানোর সময় 'Cool' মোড ব্যবহার করেন, কিন্তু আর্দ্র গ্রীষ্মে 'Dry Mode' বেশি কার্যকর।

ড্রাই মোড বাতাসে থাকা আর্দ্রতা শোষণ করে নেয় এবং ঘরকে করে তোলে শুকনো আর ঠান্ডা। এই মোডে কম্প্রেসার নিয়মিত বন্ধ এবং চালু রাখুন। ফলে বিদ্যুৎ সাশ্রয় হয়।

সপ্তাহে অন্তত একবার এসি পরিস্কার করুন। এতে এসির কাজ করার ক্ষমতা বাড়বে।

আর্দ্র মরসুমে এসির ফিল্টারে দ্রুত ময়লা জমে যায়, যা ঠান্ডা করার ক্ষমতা কমিয়ে দেয়।

নতুন মডেলের ইনভার্টার এসিগুলিতে থাকা অটো ক্লিন ফিচার অনেক ক্ষমতাশালী। এসি বন্ধ করার পর এই ফিচার চালু থাকলে, এসির ফ্যান ভিতরের অংশগুলি শুকিয়ে দেয়।

এসি কেবল চালিয়ে দিলেই হবে না, সঠিকভাবে ও স্মার্টলি ব্যবহার করলেই আপনি পেতে পারেন কাঙ্ক্ষিত আরাম।

এই ৫টি সহজ টিপস মেনে চললে, আপনার ঘর সত্যিই হয়ে উঠবে একদম পাহাড়ি স্টেশনের মতো শীতল, তাজা ও আরামদায়ক—তা-ও কম খরচে।