29 April, 2025

BY- Aajtak Bangla

এসি টানা চলবে, কিন্তু বিল আসবে সামান্য! বিদ্যুৎ কর্মীর সিক্রেট টিপস্

কয়েকটা সাধারণ ও বাস্তবসম্মত কৌশল মেনে চললে এসি ব্যবহার করলেও খুব বেশি বিল আসবে না। জেনে নিন।

এসির তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে সেট করুন। অনেকেই খুব কম তাপমাত্রায় এসি চালান, যাতে কারেন্ট বেশি পোড়ে, বেড়ে যায় বিদ্যুৎ খরচ।

সাধারণ এসির তুলনায় ইনভার্টার এসিতে কারেন্ট কম খরচ হয়। 

শুধু এসি চালালেই হবে না, ঘরের ঠান্ডা হাওয়া সঠিকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য সিলিং ফ্যানও চালানো জরুরি। এসির ওপরে চাপ কমবে।

ইন্ডোর এবং আউটডোর উভয় ক্ষেত্রেই নির্দিষ্ট সময়ে সার্ভিসিং করানো জরুরি। 

সূর্যের কড়া রোদ যাতে ঘরে না ঢোকে, সেজন্য জানালায় ভারী পর্দা বা ব্লাইন্ড লাগান। এতে ঘরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে এবং এসিকে অতিরিক্ত কাজ করতে হবে না, ফলে বিদ্যুৎ খরচও কম হবে।

এসির বাইরের ইউনিট যদি সরাসরি রোদের মধ্যে থাকে, তবে সেটি অতিরিক্ত গরম হয়ে এসির কার্যক্ষমতা কমিয়ে দেয়। 

তাই সেটি এমন জায়গায় বসান যেখানে ছায়া থাকে বা প্রয়োজনে শেড ব্যবহার করুন।

এসির ফিল্টার যদি ধুলো জমে বন্ধ হয়ে যায়, তাহলে সমস্যা হতে পারে। তাই অন্তত দুই সপ্তাহে একবার ফিল্টার খুলে পরিষ্কার করা উচিত।