17 JUNE, 2023

BY- Aajtak Bangla

ঘরের সৌন্দর্য বাড়িয়েছে ক্যাকটাস, অজান্তেই বিপদ ডাকছেন

অনেকেই বাড়ির সৌন্দর্যের জন্য ক্যাকটাস গাছ লাগান। এতে হয়ত বাড়ির সৌন্দর্য এতে বাড়ে কিন্তু অন্য ধরনের ক্ষতি হয় এতে।

ক্যাকটাসকে বাস্তুশাস্ত্রে অশুভ গাছ বলে মনে করা হয়।

বাস্ত বিশেষজ্ঞদের মতে, ঘরের ভিতরে ক্যাকটাস সাজানো গৃহস্থের শান্তির পক্ষে ভালো নয়।

দশকের পর দশক ধরে এটা বিশ্বাস করা হয় যে ক্যাকটাস বাড়িতে অশুভতা নিয়ে আসে।

মনে করা হয় ক্যাকটাসের খোঁচা খোঁচা কাঁটা নেতিবাচকতাকে আকর্ষণ করে যা আপনার ও আপনার পরিবারকে প্রভাবিত করে।

আবার অনেকে এটাও মনে করেন যে ক্যাকটাস গাছ বাড়ির ভেতরে রাখলে তা নেতিাচকতা থেকে বাড়িকে রক্ষা করে।

ফেংশুই মতে, এই গাছের তীক্ষ্ণ নেতিবাচকতা বাড়ির ইতিবাচক ক্ষমতাকে ভেঙে দিতে পারে।

জ্যোতিষ মতে, ক্যাকটাস গাছ আপনার বৃদ্ধি ও জীবনশক্তিতে ব্যাহত করতে পারে।

ক্যাকটাস গাছ এই কারণেই অনেকে কিনতে চান না কারণ এই গাছ বাড়িতে নেতিবাচকতা নিয়ে আসে।

অনেকের বাড়িতে ক্যাকটাস গাছ রয়েছে। বারান্দা কিংবা ছাদে রাখতে পারেন এই গাছ।