19 July, 2024
BY- Aajtak Bangla
আচার্য চাণক্য তার নীতিতে অনেক কিছুর কথা বলেছেন।
আর্থিক লাভের বিষয়েও অনেক কথা বলেছেন।
=
আপনি যদি জীবনে সফল ও ধনী হতে চান, তাহলে তিনটি স্থানে উদারভাবে ব্যয় করুন।
এসব কাজে ব্যয় করলে টাকার অভাব হবে না।
একজন ব্যক্তির উচিত হাত খুলে দান করা। গরিব-দুঃখীকে সাহায্য করুন। এটি করলে দেবী লক্ষ্মীর কৃপায় আপনি প্রচুর ধন-সম্পদ লাভ করবেন।
ব্যক্তিকে ধর্মীয় কাজেও ব্যয় করতে হবে। দান করার সময় কখনো কৃপণ হবেন না। মন্দির এবং তীর্থস্থানে অবাধে দান করুন।
সামাজিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। এতে দেশ ও সমাজের কল্যাণ হয়। এতে সম্পদ কমে না।
আপনি যদি এই তিনটি বিষয়ে উদারভাবে ব্যয় করেন তবে আপনি কখনই অর্থের অভাব অনুভব করবেন না। সফলতার জন্য আচার্য চাণক্যের এই উপদেশ গ্রহণ করা উচিত।