BY- Aajtak Bangla
4th February, 2025
গিয়েছিলেন দিল্লিতে বাজেট অধিবেশনে। আর সেখান থেকে সুযোগ পেয়েই মহাকুম্ভে চলে গেলেন রচনা বন্দ্যোপাধ্যায়।
প্রয়াগরাজ থেকে একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী তথা তৃণমূলের সাংসদ।
গঙ্গায় ডুবও দিলেন তিনি। পরেছিলেন গেরুয়া পোশাক, কপালে গেরুয়া টিপ।
কখনও ডুব দিলেন গঙ্গায় আবার কখনও বা জলকেলি করতে দেখা গেল রচনাকে।
ভক্তিভরে গঙ্গাকে নমস্কারও করলেন তিনি।
গঙ্গা মাকে রচনা নতুন শাড়ি ও লাল চুনরি অর্পণ করেন।
রচনা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই অভিজ্ঞতা দারুণ। তিনি এক অপূর্ব আধ্যাত্মিক অনুভূতির সাক্ষী রইলেন।
তাঁর অভিজ্ঞতা সারা জীবনের। তবে প্রয়াগরাজে একা যাননি রচনা, সঙ্গে তাঁর বন্ধুরাও গিয়েছেন।
বসন্ত পঞ্চমীর দিন অর্থাৎ সোমবার গঙ্গায় স্নান করেন রচনা। এর সঙ্গে তিনি তাঁর বাবার জন্য তর্পণও করেন।
তৃণমূল সাংসদ জানিয়েছেন যে তাঁর অনেক আশা ছিল প্রয়াগরাজে তিনি আসবেন, সেই আশা তাঁর পূরণ হয়েছে।