BY- Aajtak Bangla
16 October 2024
কর্পূর আমাদের নানা কাজে লাগে। কর্পূর আলমারিতে রাখলে সুগন্ধী ছাড়ায়। পোকামাকড় দূর হয়।
আবার এই কর্পূরই চুলের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেবে।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই চুল পড়ার সমস্যায় ভোগেন। কারও অল্প বয়সেই টাক পড়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, কর্পূর দিয়ে এই তেল বানালে চুল ঝলমলে কালো হবে।
নিয়মিত কর্পূরের তেল মাথায় লাগালে চুল পড়া বন্ধ হয়। চুলের গোড়া মজবুত হয়। . .
কীভাবে বানাবেন কর্পূরের তেল? জেনে নিন... . .
প্রথমে কর্পূর গুঁড়ো করে নিতে হবে। একটি পাত্রে নারকেল তেল নিন।
এবার একটি পাত্রে নারকেল তেলে কর্পূর গুঁড়ো নিয়ে গরম করে নিতে হবে। ।
তারপরে গ্যাস থেকে তেল নামিয়ে ঠান্ডা করে মাথায় লাগান। নিয়মিত এই তেল লাগালে আজীবন কালো চুল থাকবে। ।