BY- Aajtak Bangla
10 December 2024
চা আমরা অনেকেই খেতে পছন্দ করি। দিনের শুরু হয় চা দিয়ে।
আবার ক্লান্তি দূর করতে চনমনে থাকতে অনেকেই কাজের ফাঁকে ফাঁকে চায়ে চুমুক দেন।
শীতে অনেকেই জবুথবু হয়ে যান। দুর্বল বোধ করেন। তবে শুধু চা খেলে কিন্তু চনমনে ভাব আসে না।
বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরের এই ২ মশলা খুবই উপকারী। ।
এই দুই মশলা চায়ে মিশিয়ে খেলে শীতে চনমনে থাকবেন সবসময়। . .
বিশেষজ্ঞদের মতে, আদা খুবই উপকারী। চায়ে আদা মিশিয়ে খেলে ঠান্ডা লাগার সমস্যা থেকে রেহাই পাবেন। . .
এছাড়া চায়ে মেশাত পারেন দারুচিনি। এই মশলাও উপকারী। . .
চায়ে আদা ও দারুচিনি মিশিয়ে খেলে সুস্থ থাকবেন।