BY- Aajtak Bangla
19 September 2024
হিন্দু ধর্মে তুলসী গাছের আলাদা গুরুত্ব রয়েছে। প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে।
তুলসী গাছ আমাদের শরীরের জন্যও খুব উপকারী। তুলসী পাতা খেলে শরীর চাঙ্গা থাকবে।
গরমে অনেকের বাড়িতেই তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে। তুলসী গাছ শুকিয়ে গেলে অমঙ্গল হয়।
তাই তুলসী গাছ যাতে সতেজ থাকে, তার জন্য যত্ন নিতে হবে।
তুলসী গাছের তলায় নুন দিন। এতে তুলসী গাছ দ্রুত বড় হয়ে উঠবে।
নুন মাটির পুষ্টি বাড়িয়ে দেয়। তাই তুলসী গাছের তলায় নুন দিলে গাছ বড় হয়ে উঠবে। ।
তুলসী গাছে নুন দিলে পোকামাকড়ের উপদ্রব কমে যাবে। ফলে গাছ ভাল থাকবে।
নুন-জল তুলসী গাছের গায়ে স্প্রে করলে সবুজ পাতায় ভরে উঠবে গাছ।