1 June,, 2024

BY- Aajtak Bangla

ব্রহ্মমুহূর্তে বিছানায় এই কাজ করলে সুখই সুখ, ব্রহ্মমুহূর্ত কখন জানেন?  

ব্রহ্মমুহূর্তের গুরুত্ব অপরিসীম। ব্রহ্মমুহূর্তে এমন কিছু কাজ আছে যেগুলো করলে জীবন তৃপ্ত হয়। ফিরে আসে সুখ-শান্তি-সমৃদ্ধি। 

মানুষের মনে তখন হিংসা-দ্বেষ-প্রতিযোগিতা কাজ করে না। তাই দেবতা প্রসন্ন থাকেন। 

ভোর সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সময়কে ব্রহ্মমুহূর্ত বলা হয়।

সেই সময় বিছানা ছেড়ে ঘুম থেকে উঠলে অনেক উপকার মেলে। ব্রহ্ম মুহূর্তে জাগলে ব্যক্তি রোগ মুক্ত থাকে ও দীর্ঘায়ু লাভ করে।

তাই সদর্থক ভাবনা মনে আনার জন্য ও সেই মতো চলার জন্য ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে ওঠা খুব প্রয়োজন। 

তবে এই সময়ের মধ্যে মনে নেতিবাচক চিন্তাভাবনা আনতে নেই। তাহলে মানসিক সমস্যা হতে পারে। নেতিবাচক প্রভাব আপনার মনেও পড়তে পারে। 

ব্রহ্ম মুহূর্ত ঈশ্বর বন্দনার জন্য উপযুক্ত। এই সময়কে অত্যন্ত পবিত্র মনে করা হয়। এই সময়ের মধ্যে প্রণয় সম্পর্ক গড়ে তোলা উচিত নয়।

ব্রহ্মমুহূর্তে কখনও খাবার খাওয়া উচিত নয়। এর ফলেও রোগ ঘিরে ধরতে পারে।