4 February, 2024

BY- Aajtak Bangla

টানা আইবুড়োভাত খাচ্ছেন! এটা না জানলেই নয়

বিয়ের তারিখের বেশ অনেকদিন আগে থেকেই শুরু হয়ে যায় বন্ধু কিংবা আত্মীয়দের বাড়ি আইবুড়োভাত খাওয়া।

অফিস কিংবা সপ্তাহান্তের ট্রিপের যা সাজগোজ, তার সঙ্গে আইবুড়োভাতের সাজুগুজুর খানিকটা তফাৎ তো থাকে বটেই।

এবার প্রশ্নটা হল যদি আপনার ১০টি আইবুড়োভাতের নিমন্ত্রণ থাকে তাহলে কী প্রত্যেকবারই একইরকম সাজ সাজবেন! নিশ্চয়ই তা নয়। তাই জেনে নিন কীভাবে সাজবেন আপনার স্পেশ্যাল দিনে।

খাদি বা সুতির কোনও সুন্দর শাড়ি একটা গর্জাস ব্লাউজের সঙ্গে পরতে পারেন। সঙ্গে একটু হালকা মেকআপ, কাজল, টিপ, ঝুমকো কানের দুল আর লিপস্টিক। ব্যস আপনার সাজ পরিপূর্ণ।

যাঁরা শাড়ি পরতে ততটা স্বচ্ছন্দ বোধ করেন না, তাঁরা সালোয়ার-স্যুটও পড়তে পারেন।

তবে লিনেনের সালোয়ার স্যুট সান্ধ্য-আইবুড়োভাতের অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট। তাছাড়া যদি আপনার আইবুড়োভাতের অনুষ্ঠান সকালে থাকে, তাহলে পরতে পারেন লম্বা ওড়নার সঙ্গে ঘাগরা চুড়িদার।

শাড়ি বা চুড়িদার কোনওটাই যাঁদের পছন্দ নয়, তাঁরা ড্রেস বা জিন্স কুর্তিও পরতে পারেন। 

এছাড়া সিলভার কিংবা অক্সিডাইজড জুয়েলারি দিয়ে জিন্সের সঙ্গে লং কুর্তা পরলেও কিন্তু দারুন মানাবে।