10 JULY 2025

BY- Aajtak Bangla

সারাক্ষণ AC-তে থাকেন? চোখের ১২টা বাজাচ্ছেন  না তো?

দিনভর অফিসে কনকনে AC-তে বসে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হয়? অজান্তেই চোখের সমস্যা হতে পারে।

চিকিৎসকেরা জানিয়েছেন, দীর্ঘক্ষণ AC-র হাওয়ার মধ্যে থাকলে, তা থেকে চোখের একাধিক ক্ষতি হতে পারে।

AC-র মধ্যে বেশি ক্ষণ থাকলে অনেকের ‘ড্রাই আইজ’-এর সমস্যা বাড়তে পারে। ড্রাই আইজের অর্থ চোখের জল শুকিয়ে যাওয়া।

AC-তে ঘরের বাতাসের আর্দ্রতা কমে যায় বলে চোখে অ্যালার্জি হতে পারে।

যাঁরা কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে।

AC-তে দীর্ঘ ক্ষণ থাকলে ত্বক, চুল, মুখের ভিতরের অংশ এবং চোখের আর্দ্রতা কমতে শুরু করে।

বেশি ক্ষণ AC-তে থাকলে চোখ জ্বালা করতে পারে, লাল হয়ে যেতে পারে। এমনকী চোখে ব্যথাও হতে পারে।

বেশিক্ষণ AC-তে থাকলে, অনেক সময় দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে। কারণ AC চোখের জল শুকিয়ে দেয়।

AC-তে থাকার সময়ে চোখ জ্বালা করলে চোখে জলের ঝাপটা দেওয়া উচিত।