11 SEP, 2024

BY- Aajtak Bangla

রোজ ৮ ঘণ্টা দেড় টনের AC চললে মাসে কত টাকার কারেন্ট বিল আসবে?

 তাপপ্রবাহ চলছে রাজ্যজুড়ে। গরমে হাঁসফাঁস দশা। গরম থেকে মুক্তি পেতে সব বাড়িতেই বসছে এসি। 

এসির বিদ্যুৎ খরচও বেশি। কখনও দেখেছেন কতটা বিদ্যুৎ খরচ করে এসি।  

কত ঘন্টা এসি চালিয়ে কত বিদ্যুৎ খরচ হয়, চলুন জেনে নেওয়া যাক হিসেব-নিকেশ

এসির ওজন ঘরের উপর নির্ভর করে। যেমন ঘরের আকার তেমন এসি চাই। বিদ্যুৎ খরচ নির্ভর করে বাইরের তাপমাত্রার উপর। এটি গরমে গড় তাপমাত্রার উপর দেওয়া হল।

দেড় টন ওজনের এসিই বেশিরভাগ লোকে কেনে। বিদ্যুৎ খরচের ভয়ে অনেকেই এসি সারারাত চালান না। 

১.৫ টনের স্প্লিট এসি ৮ ঘন্টা চালানোর হিসেব দেওয়া হল। ৮০% এনার্জি কনজিউম অপশনে প্রথম ১ ঘন্টা চালালে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়। 

 ৪ ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হয় ৫০০ ওয়াটের। ৩ ঘন্টায় বিদ্যুৎ খরচ হয় ২০০ ওয়াটের। 

৮ ঘন্টা দেড় টনের এসি চালালে বিদ্যুৎ খরচ হয় ৩.৩ থেকে ৪ ইউনিট। 

পুরোনো এসি থাকলে পুরোনো এসি ৮ ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হতে পারে প্রায় ২০০০-২৫০০ মেগাওয়াট। ইউনিট খরচ প্রায় ২০ ইউনিট। 

বাড়িতে এসি ৮ ঘন্টা হিসেবে দিন প্রতি ৪-৫ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। এবার প্রতি ইউনিট গুণ করেই দেখে নিন খরচ।