17 JULY, 2024

BY- Aajtak Bangla

এসির জল গাছে দেওয়া ভাল? জানুন বিষেশজ্ঞের মত

এসির জল একাধিক কাজে লাগানো যেতে পারে। 

 যে কোনও আউটডোর প্ল্যান্টে এই জল আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

আবার ইন্ডোর প্ল্যান্টে এসির জল দেওয়ার সময় সামান্য পানীয় জল মিশিয়ে নিলে ভাল হয়।

সাধারণত সেচের কাজে এমন জল ব্যবহার করা উচিত নয়, যা অ্যাসিটিক নয়। পিএইচস্কেলে নিউট্রাল হলেই তবে সেই জল সেচের কাজে লাগাতে পারেন।

আপনার বাড়ি যদি শিল্প এলাকায় হয় বা বাড়ির কাছে যদি বড় ড্রেন থাকে, তাহলে এসির জল সামান্য অ্যাসিটিক হতে পারে।

আর সেই জল সেচের কাজে ব্যবহার করা কখনই ঠিক হবে না।

এসির জল কখনই পান করা উচিত নয়। এয়ার কন্ডিশনার ওয়াটার বাষ্পীভবন কয়েল থেকে সংগ্রহ করে। এই জল মোটেই পরিশুদ্ধ নয়, তাই পানের অযোগ্য।

তাই আজ থেকেই এসি-র জল সংরক্ষণ করুন। এবং এই সমস্ত কাজে ব্যবহার করুন।