BY- Aajtak Bangla

দিন-রাত AC চালালেও বিল বাড়বে না, ট্রিকসটা জানুন

25 APRIL, 2025

 তীব্র গরম থেকে রেহাই পেতে এসিই একমাত্র ভরসা। অনেকেই এসির তলায় থাকেন।

AC

ইদানীং তাই অনেকেই বাড়িতে এসি লাগিয়েছেন। সারাক্ষণ এসি চালিয়ে রাখছেন অনেকে।

সারাক্ষণ এসি

সারাক্ষণ এসি চালালে বিদ্যুতের বিল বেড়ে যাওয়ার আশঙ্কায় ভোগেন অনেকে।

বিল

তবে একটা নির্দিষ্ট তাপমাত্রায় এসি চালালে বিদ্যুতের বিল সাশ্রয় হবে এবং শরীরও সুস্থ থাকবে। জেনে নিন...

বিদ্যুতের বিল

বিশেষজ্ঞদের মতে, ঘরে এসি চালালে ২৪ ডিগ্রি তাপমাত্রায় চালান। তা হলে শরীর ভাল থাকবে।

২৪ ডিগ্রি

২৪-২৭ ডিগ্রিতে এসি চালালে বিদ্যুতের বিল সাশ্রয় হবে। বেশি বিল আসবে না।

বিল কমবে

তবে ১৬ ডিগ্রি বা ২৪ ডিগ্রির নীচে এসি চালালে বিদ্যুতের বিল বেশি হতে পারে এবং শরীরের পক্ষেও ক্ষতিকর।

১৬ ডিগ্রি

এসি টানা টালানোর পর কিছুক্ষণ বন্ধ রাখুন। 

বন্ধ রাখুন

এসি নিয়মিত সার্ভিসিং করান।

সার্ভিসিং