BY: Aajtak Bangla 


অক্ষয় তৃতীয়ায় সোনার বদলে সস্তায় কী কিনবেন?

13 APRIL 2023

অক্ষয় তৃতীয়ার গুরুত্ব

বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে অক্ষয় তৃতীয়া পালিত হয়। এই দিনে, মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সম্পূর্ণ  পুজো করা হয়। 

কবে অক্ষয় তৃতীয়া?

এই বছর  ২২ এপ্রিল অক্ষয় তৃতীয়া পড়ছে।  শনিবার থেকে শুরু হওয়া অক্ষয় তৃতীয়া, ২৩ এপ্রিল, পরের দিন পর্যন্ত থাকবে। 

অক্ষয় তৃতীয়ার শুভ সময় 

২২ এপ্রিল সকাল ৭.৪৯ মিনিট থেকে শুরু হবে এবং পরের দিন সকাল ৭.৪৭ মিনিট পর্যন্ত চলবে।  এই শুভ সময়ে পুজো করুন। 

অক্ষয় তৃতীয়ার পুজো পদ্ধতি 

অক্ষয় তৃতীয়ায় পুজো করা  অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে পুজো করলে ঘরোয়া ঝামেলা দূর হয়, জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। 

অক্ষয় তৃতীয়া সোনা কেনা শুভ

অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা শুভ বলে মনে করা হয়।  তবে সোনা কিনতে না পারলেও চিন্তার কিছু নেই।

এই জিনিসগুলিও খুবই শুভ 

এই জিনিসগুলি বাড়িতে আনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়।  অক্ষয় তৃতীয়ার দিন সোনা  ছাড়া এগুলিও বাড়িতে আনতে পারেন। 

কড়ি কিনুন

অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কিনতে না পারলে অবশ্যই  কড়ি কিনুন। এই দিনে ১১টি কড়ি কিনে তাদের পুজো করুন।

দক্ষিণাবর্তি শঙ্খ আনুন

অক্ষয় তৃতীয়ার দিন ঘরে আনুন দক্ষিণাবর্তি শঙ্খ। এই শঙ্খটিকে ঐশ্বরিক মনে করা হয়। এই শঙ্খ ঘরে রাখলে দেবী লক্ষ্মীর অধিবাস হয়।

নারকেল 

একাক্ষী নারকেলকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন দেবীর আশীর্বাদ পেতে বাড়িতে আনুন একাক্ষী নারকেল। 

পারদ শিবলিঙ্গ 

বাড়িতে পারদ শিবলিঙ্গ রাখা খুবই শুভ। অক্ষয় তৃতীয়ায় পাড়া শিবলিঙ্গ বাড়িতে এনে নিয়ম-কানুন মেনে পুজো করতে হবে।