BY: Aajtak Bangla 

অক্ষয় তৃতীয়া ২০২৩-এর দিনক্ষণ, শুভ তিথি 

18 APRIL 2023

 বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ

তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তৃতীয়া। 

হিন্দুদের জন্যেই এই উৎসব শুভ

তবে শুধু বাঙালি নয়, গোটা দেশের হিন্দুদের জন্যেই এই উৎসব অত্যন্ত শুভ। 

শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে

বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে, অক্ষয় তৃতীয়ার পুজো হয়। 

 এদিন করা যে কোনও কাজ অক্ষয় থাকে

সংস্কৃত অনুসারে 'অক্ষয়' শব্দের অর্থ হল 'যার কোনও ক্ষয়' নেই অর্থাৎ যা কখনোও শেষ হয় না। 

অক্ষয় তৃতীয়া ২০২৩-র তারিখ

আগামী ২৩ এপ্রিল (বাংলায় ৯ বৈশাখ) অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে। 

অক্ষয় তৃতীয়া ২০২৩-র শুভক্ষণ 

 ২২ এপ্রিল ঘ  ৮/১৫/১১ থেকে ২৩ এপ্রিল ঘ ৮/১৭/৫৯ পর্যন্ত তৃতীয়া থাকবে।

সোনা কেনার জন্য শুভ সময়

২২ এপ্রিল সকাল ০৭.৪৯ থেকে বিকাল ০৫.৪৮ পর্যন্ত থাকবে সোনা কেনার শুভ সময়

লক্ষ্মী- গণেশ পুজো 

অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ী লক্ষ্মী- গণেশ পুজোর আয়োজন করেন। অনেকে দোকানে এদিন হালখাতাও হয়। 

এদিন সোনা কিনলে সুখ-সমৃদ্ধি আসে 

অনেকে বাড়িতেও পুজো করেন। বিভিন্ন মন্দিরে ভক্তেরা ভিড় জমান। বিশ্বাস করা হয় যে, এদিন সোনা কিনলে পরিবারে সুখ- সমৃদ্ধি ঘটে।