BY- Aajtak Bangla

টিপের আঠা থেকে চুলকানি হয়? এভাবে সমস্যা হবে না 

11 MAY, 2024

মহিলাদের সাজগোজ করতে ভালোবাসেন। বিশেষত ভারতীয়রা ট্রাডিশনাল লুক পছন্দ করে। 

যার মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস হল টিপ, যা ছাড়া মেয়েদের সাজ অসম্পূর্ণ থাকে বলা যায়। 

 লাল টিপে, বাঙালি বউ বা মেয়েদের সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। তবে অনেকের টিপের আঠা থাকে অ্যালার্জি হয়। 

তাহলে কি টিপ পরা ছেড়ে দেবেন? একেবারেই না।  রইল এমন কিছু উপায়, যা মানলে টিপ পরলে কোনও অসুবিধা হবে না।

টিপ পরে কপালে যদি চুলকানি হয়, তাহলে রাতে শোওয়ার আগে কপালে লাগিয়ে নিন অ্যালোভেরা জেল। 

এছাড়াও লাগাতে পারেন নারকেল তেল, এতেও চুলকানির সমস্যা দূর হয়। 

টিপ পরে অ্যালার্জি হলে, ব্যবহার করুন আপনার ত্বক অনুযায়ী ময়েশ্চারাইজার, উপকার পাবেন।

সিঁদুর, কাজল বা কুমকুম দিয়ে টিপ পরলে কোনও সমস্যা হবে না। 

এছাড়াও ব্যবহার করতে পারেন নিম পাতা ও হলুদের গুঁড়ো, এগুলি অ্যান্টিসেপটিকের কাজ করে।